ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বরিশাল রুটে নভোএয়ার এর ফ্লাইট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

প্রথম ফ্লাইটটি শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়।  

এ সময় নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের শুভেচ্ছা জানান। সপ্তাহে চার দিন সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

বরিশাল রুটের সর্বনিন্ম ভাড়া (একমুখী) ২,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

নভোএয়ার শনিবার থেকে যশোর ও রাজশাহী রুটেও ফ্লাইট বৃদ্ধি করেছে। যশোর রুটে প্রতিদিন ৪টি ও রাজশাহী রুটে প্রতিদিন ১টির পাশাপাশি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার আরও ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়া বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর, কক্সবাজার, যশোর, রাজশাহী, সিলেট এবং কলকাতা রুটে  ফ্লাইট পরিচালনা করছে।  

কেআই/এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি